শুনছেন? হ্যা আপনাদের, পশ্চিমবঙ্গের তথাকথিত বিজ্ঞান ও যুক্তিবাদী সংগঠনগুলোকে বলছি। কতদিন আর এইভাবে ঠুকে ঠুকে ব্যাটিং করবেন? রাহুল দ্রাবিড় হতে গিয়ে তো নয়ন মোঙ্গিয়ার হাল! ব্যাটিং, কিপিং কোনোটাই তো দাঁড়াচ্ছে না। এই ২৬শে সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র গুপ্তের (বিদ্যাসাগর) ২০৫তম জন্মবার্ষিকী, জুলাই মাসে ১৩৫তম মৃত্যু বার্ষিকী চলে গেছে, মে মাসে অক্ষয় কুমার দত্তের ১৪০তম মৃত্যুদীবসও। দেড়শো বছর হল বাংলার যুক্তিবোধের মোটামুটি সলীল সমাধী ঘটেছে। এর মাঝে একপ্রকার ছোটোখাটো গণবিজ্ঞান আন্দোলন ঘটেছিল বটে, কিন্তু আজ তার অবস্থাও তথৈবচ! আমরা কি তবে ফেসবুকে আঙুল চুষতে চুষতে বিগত হব? আমি বলি যুদ্ধের কৌশলে আমূল পরিবর্তন আনা যাক। প্রতিরক্ষা নয়, প্রতি আক্রমণ হোক লড়াইয়ের অস্ত্র।
***
যুক্তির সুগভীর রণবাদ্য...
https://epaper.sangbadpratidin.in/epaper/m/975921/68bc8c1da2124
জানিনা বলতে এত দ্বিধা ও আপত্তি কেন? (Eisamay editorial)
https://epaper.timesgroup.com/eisamay/article-share?article=23_03_2023_008_003_esamk_EiSamay